বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন গত বছর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সেই থেকে অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। তাকে শেষবার দেখা যায় ‘সিংহম অ্যাগেইন’ সিনেমায়।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের গ্রীষ্মেই শুরু হবে ‘কল্কি ২৮৯৮ এডির শুটিং। কিন্তু এখন জানা যাচ্ছে, সিনেমার শুটিং পিছিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গ্রীষ্মের পরিবর্তে ডিসেম্বরের শীতে শুরু হবে শুটিং। সবটাই নাকি দীপিকার কারণেই। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সেটে ফিরবেন তিনি, যদি না মাঝে তার অন্য কোনো সিনেমার শুটিং শুরু হয়ে যায়।
সিনেমায় দীপিকা ছাড়াও অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও প্রভাস। ছবির সিকুয়েলে প্রভাসকে আরও অনেকটা স্ক্রিন টাইম দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন নাগ অশ্বিন। তিনি বলেন, ‘সিনেমার দ্বিতীয় অংশে প্রভাসকে অনেকটা জুড়ে রাখা হবে। কর্ণ ও অশ্বত্থামার চরিত্রকে প্রাধান্য দেওয়া হবে।’
এই মুহূর্তে দীপিকা ব্যস্ত আছেন তার একরত্তি কন্যা দুয়াকে নিয়েই। প্রকাশ্যেও আসছেন কমই। একটি ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন সম্প্রতি। তাতে হেঁটেছেন। ‘পাঠান ২’তেও তার থাকার কথা রয়েছে । সেই শুটিং শুরু হওয়ার কথা ২০২৬ সালে।
কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৫,/দুপুর ১২:৫৫