আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : অন্যান্য দল সহ ব্যাক্তিগত আক্রোশে কিছু কিছু লোক বিএনপির নামে বদনাম ছড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক সাংসদ ডা: দেওয়ান সালাউদ্দিন বাবু।মঙ্গলবার আশুলিয়ার তৈয়বপুর এলাকার রাজ পার্কে ইয়ারপুর ইউনিয়ন ৯টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই মন্তব্য করেন।
তিনি এসময় বলেন, পত্র-পত্রিকায় দেখা যায়, বিএনপির নামে প্রোপাগাণ্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কিছু মিডিয়ার লোক, কিছু অন্যান্য দলের লোক এবং আরও কিছু ব্যাক্তিগত লোকের আক্রোশে এগুলো করছে। এছাড়া আওয়ামী লীগ মাঠে নেই। তারা ফোনে-ফোনে উসকানি দিচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বদনাম ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকের নামে অনেক রকম বদনাম ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তুু বুঝতে হবে এটা অন্তবর্তীকালীণ সরকার। এই সরকারে অধীনে একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ দলকে যদি নিষিদ্ধ করা হয়, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, তাদের কিছু ভোট আছেতো, ওই ভোট যে আমরা পাবো, এটা কখনও ভাইবেন না, এটা ভাবলে ভুল হবে। আরও মিলে জোট হবে যে বিএনপিকে আটকাও, বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে। এখন এমনে না আটকাতে পেরে নির্বাচন যত দেরিতে হবে সেই বুদ্ধি করতেছে। একসময়ে শুনেছিলাম নির্বাচন জুলাই-আগস্ট মাসে হবে। এরপরে শুনেছিলাম ডিসেম্বরে হবে, এখন বলতেছে ডিসেম্বরে হতেও পারে, নাও হতে পারে। যতই দেরিতে হবে, বিএনপির নাকি ততই ক্ষতি হবে। আরও দুই বছর পরে হলে বিএনপির নাকি আরও ক্ষতি হবে, সেই সব ব্যাখ্যা আমি জানি না। আমি এটাই বিশ্বাস করি, বিএনপি ভালো মানুষেরা করে, নামাজিরা ও ভদ্র লোকেরা করে। নির্বাচন আরও দুই বছর পরে হলেও এরা অধৈর্য হবে না। তাই যেযাই বলুক না কেন, আপনারা ধৈর্যের সাথে সাংগঠনিক কাজ করে যান, আমাদের জয় কেউই ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ!
ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই-আল-হাদি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন সরকারের সঞ্চালনায় এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নবী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন মোল্লা, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমান ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: জাহিদ হাসান বিকাশ।এছাড়া আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা মো: আফজাল হোসেন মন্ডল, ছাত্রদল নেতা মো: রিপন শিকদার, ইউনিয়ন যুবদল নেতা মো: হুমায়ুন কবির ও জাহিদ পলান সহ অন্যান্য নেতাকর্মী।
কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৫,/বিকাল ৩:৪২