মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ী বেলাল হোসেনকে গুরুতর জখম করার প্রতিবাদে ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ চিহ্নিত সন্ত্রাসী ও রিসেলারদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবের হলরুমে আইএসপিএবি রাজশাহী বিভাগীয় ও বগুড়া আঞ্চলিক কমিটির ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আইএসপিএবি বগুড়া আঞ্চলিক কমিটির সেক্রেটারী লোমানুর রহমান জুয়েল।
তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ব্যবসার বিরোধের জের ধরে গত ২৫ ফেব্রুয়ারি আক্কেলপুর উপজেলার চিয়ারীগ্রাম এলাকায় “তিলকপুর নেটওয়ার্ক” নামে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ী বেলাল ও তার ছোট ভাইসহ ৭ জনকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় আরেক ব্যবসায়ী নুরনবী ইসলাম সাদ্দামসহ ৫ জনের নামে মামলা হয়। কিন্তু পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করেনি। পরে উল্টো অভিযুক্তরাই দুটি মামলা দায়ের করেন ভুক্তভোগীদের নামে। এ মামলায় বেলাল আদালতে জামিন নিতে গেলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। তাই বেলালের মুক্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহার করে দোষীদের শাস্তির দাবি জানান তিনি।
এসময় আইএসপিএবি রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক শহীদুল ইসলাম, বগুড়া আঞ্চলিক কমিটির আহবায়ক শরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ দেওয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ঘন্টাব্যাপী মানববন্ধ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৫,/বিকাল ৩:৫৫