মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :ফুলবাড়ী উপজেলার চকচকা গ্রামে চকচকা দারুল আরকাম ক্বওমী মাদ্ধসঢ়;রাসা ও আবাসিক লিল্লাহ বোডিং ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠি হয়। মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মজিদ মন্ডল এর সভাপতিত্বে গত সোমবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চকচকা দারুল আরকাম ক্বওমী মাদ্রাসা ও আবাসিক লিল্লাহ বোডিং ও এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও পরিচালক ডা. মোঃ সাদেক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মানিক মন্ডল, মাদ্রাসার সহ-সভাপতি শেখ সাব্বির আলী। এ সময় মাদ্রাসার শিক্ষক, সকল শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৫,/বিকাল ৩:২৮