স্পোর্ট ডেস্ক : দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব। লম্বা সময় ধরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির তিন ফরম্যাটে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বাংলাদেশ ফুটবল দলে ডাক পেয়েছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশ দলে নাম লেখানোর পর থেকেই অনেকে তাকে তুলনা করছেন সাকিবের সঙ্গে। তবে সাকিবের সঙ্গে তুলনায় যেতে রাজি নন হামজা।
নিজের বাড়ি সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিবের সঙ্গে তুলনা নিয়ে হামজা বলেন, সাকিব আল হাসান মেগা স্টার। সে অনেক বছর ধরে বিশ্বসেরা। আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না।
বাংলাদেশি বংশদ্ভূত হামজার জন্ম ১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লেস্টারে। বেড়ে ওঠা লেস্টারের অ্যাকাডেমি থেকেই। সেখান থেকেই পরিণত হয়ে ওঠা। বাংলাদেশের হয়ে খেলার আগে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন। এমনকি অনূর্ধ্ব-২১ ইউরো দলেও খেলেছেন তিনি।
কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৫,/রাত ১০:৩৩