তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি বিএনপি‘র কেন্দ্রীয় কর্মসুচী অনুযায়ী নেত্রকোণার দুর্গাপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সাংগঠনিক বিষয়ে আলোচনা, দেশ ও জাতীর কল্যানে মোনাজাত সহ এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌরশহরের বিরিশিরিতে ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা সবাই স্বাধীনতার ঘোষক ও বিএনপ্#ি৩৯;র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে, দেশ ও দেশের সর্বস্তরের মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
আলোচনা শেষে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারুন্যের আইকন, দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় এক বিশেষ মোনাজাত করা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মাঝে, উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ, যুগ্ন আহ্বায়ক রিয়াজুল করিম, সদস্য সচিব হারেজ গণি, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল করিম, সদস্য সচিব সিরাজুল ইসলাম সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৫,/বিকাল ৩:১৫