মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে ছাত্রদলের নেতাকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে।
গতকাল বুধবার রাতে জয়পুরহাট রেলস্টেশনের দক্ষিণ পশের্^ রেললাইনের ওপর থেকে ছাত্রদল নেতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। আহত পিয়াল আহম্মেদ (৩২) জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি শহরের ইসলামনগর মহল্লার বাচ্চু মিয়ার ছেলে।
পিয়াল আহম্মেদকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান অভিযোগ করে বলেছেন, জয়পুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে পিয়ালের ওপর হামলা হয়েছে। তবে এ বিষয়ে আনোয়ার হোসেনের ভাষ্য পাওয়া যায়নি।
জয়পুরহাট সদর থানা পুলিশ জানায়, পিয়াল আহম্মেদ প্রতি রাতেই জয়পুরহাট রেলস্টেশন এলাকায় আড্ডা দিতেন। গতকাল রাতেও তিনি ওই এলাকায় ছিলেন। রাত ১১টার দিকে জয়পুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনসহ কয়েকজন রেলস্টেশনে আসেন।
পূর্ববিরোধের জের ধরে তাঁরা পিয়ালকে কুপিয়ে জখম করেন। পরে লোকজন পিয়ালকে উদ্ধার করে দিবাগত রাত ১২টার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান বলেন, ‘পিয়াল আহম্মেদকে পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্ব কুপিয়ে জখম করা হয়েছে। পিয়াল এখন অনেকটাই শঙ্কামুক্ত। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৫,/বিকাল ৫:৩৩