আমিনুর রশীদ চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড পক্ষ থেকে প্রশিক্ষন কর্মশালা ২০২৫ এর আয়োজন করা হয়েছে।
এতে ব্যবসা পরিকল্পনার নানা দিক তুলে ধরা হয়, ব্যবসায় আয় উন্নতি ও সিতিল ভাবে মানুষের জন্য কাজ করে তাদের সেবা প্রদানের নানান দিক তুলে ধরা হয়। শনিবার সকালে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের অফিস কার্যালয়ে ব্যবসা পরিকল্পনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে ছিলেন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিভাগীয় ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান মহসিন।
উপস্হাপনায় ছিলেন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শাখা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সুলতান আহমেদ ও কাজী নূরুল আমিন সুহাগ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তাকুর রহমান দিপু, এজিএম আরাধন দেব, এজিএম নজরুল ইসলাম, এজিএম জাহাঙ্গীর আলম, এজিএম ওবায়দুর রহমান, বিএম মোশাহীদ আলী, বিএম মোঃ সিদ্দিক আলী, বিএম ডলি রানী দেব, বিএম হেপী রানী চন্দ, বিএম মোঃ শহিদুর, বিএম আবুল খায়ের, ইউনিট ম্যানেজার, মামুনুর রশিদ, ক্যাশিয়ার তাসলিমা আক্তার, সুজন দেব নিজাম উদ্দিন, সিদ্দিকা আক্তার রিপা প্রমুখ। প্রশিক্ষন কর্মশালা ২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা তুলেদেন শাখা কার্যালয়ের, সভাপতি, জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান মহসিন। তিনি সবার দীর্ঘাও কামনা করেন পরিশেষে দোয়া ও ইফাতারের আয়োজন করা হয়।
কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৫,/রাত ১১:৪৩