রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
দৌলতপুরে বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে বাচ্চু মোল্লা সভাপতি : বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই এই দেশ পুনর্গঠন করতে হবে — নাহিদ ঘরে ঢুকে ছুরিকাঘাত,আ.লীগ নেতার মায়ের মৃত্যু শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে- জয়পুরহাটে নাহিদ ইসলাম মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো কেউ জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবারে সুখ ফেরাতে বিদেশে গিয়ে লাশ হয়ে ফিরলেন শার্শার রনি শার্শায় গৃহবধূকে গনধর্ষণের অভিযোগ কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু মনিরামপুর প্রেসক্লাবের দাতা সদস্যের বোনের ইন্তিকাল মনিরামপুরে রশীদ বিন ওয়াক্কাসকে জমিয়তের প্রার্থী ঘোষণা

ঈদযাত্রায় ভোগাতে পারে ৫ মহাসড়ক

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : বরাবরই ঈদের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে যানজটের খবর পাওয়া যায়। এতে দীর্ঘ ভোগান্তিতে পরেন যাত্রীরা। আসন্ন ঈদুল ফিতরে দেশের ৫টি মহাসড়কে যানজট হতে পারে। মহাসড়কের এমন ১৫৯টি সম্ভাব্য স্পট চিহ্নিত করা হয়েছে। যানজটের আশঙ্কায় জননিরাপত্তা বিভাগ এসব স্পটে ঈদের আগে ও পরে বিশেষ দৃষ্টি রাখতে সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে।

এছাড়া জাতীয় মহাসড়ক ও গুরুত্বপূর্ণ করিডোরগুলোর সড়ক ঈদের ৭ দিন আগেই মেরামত বা সংস্কার করতে বলা হয়েছে। এসব সড়কের মধ্যে রয়েছে— ঢাকা বাইপাস (মদনপুর-ভুলতা-ভোগড়া-এন-১০৫), নবীনগর-চন্দ্রা (এন-৪৫০), ঢাকা-জয়দেবপুর-ময়মনসিংহ (এন-৩), ঢাকা-জয়দেবপুর (এন-৩), ঢাকা (ভোগড়া)-চন্দ্রা-এলেঙ্গা, এলাঙ্গা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-গোপালগঞ্জ-খুলনা, ভাঙ্গা-বরিশাল। এছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আওতায় থাকা সড়কগুলো।

রোববার (৯ মার্চ) দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হওয়া ঈদুল ফিতর উপলক্ষ্যে সড়ক/মহাসড়ক, সেতু ও রেলপথের যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভা থেকে এসব বিষয় জানা যায়।

সভায় থাকা দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে জানায়, সভার শুরু আলোচনা উঠে সড়ক পথ নিয়ে। পরে আলোচনা হয় সেতু নিয়ে। এবং সর্বশেষে আলোচনা হয় রেলপথ নিয়ে।

সভার শুরুতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ঈদে এক কোটি ২০ লাখের মতো মানুষ ঢাকা ছেড়ে যায় এবং ৩০ লাখের মতো মানুষ ঢাকায় আসে। এই দেড় কোটি মানুষের ঈদ আনন্দের যাতায়াত নানা কারণে নিরানন্দের হয়ে যায়। সবচেয়ে খারাপ হয় যখন সড়ক দুর্ঘটনা ঘটে। রেলেও মাঝে মধ্যে দুর্ঘটনা হয়। যারা ঈদ আনন্দ করতে পরিবার নিয়ে যাতায়াত করেন, তাদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতেই আজকের এই সভা।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়কের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা বিভাগ থেকে সারা দেশে যানজটের জন্য ১৫৯টি স্পট চিহ্নিত করা হয়েছে। তারমধ্যে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আছে ৪৯টি স্পট। ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে আছে ৫৪টি স্পট। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আছে ৬টি স্পট। ঢাকা-সিলেট মহাসড়কে আছে ৪২টি স্পট। এবং ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কে আছে ৮টি গুরুত্বপূর্ণ স্পট।

এর মধ্যে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের বিষয়ে বেশি আশঙ্কা করা হয়। বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের অনেক জায়গায় খানাখন্দ আছে। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাজার বসে যানজট সৃষ্টি হয়। লালমনিরহাট-বুড়িমারী দুই লেনের সড়কের অবস্থা খুবই শোচনীয়। ঈদের আগে মেরামত না করলে যান চলাচল থমকে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন লালমনিরহাট, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসকরা।

মহাসড়ক যানজট মুক্ত রাখার বিষয়ে আলোচনায় উঠলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে প্রায় ৭০০ পুলিশ সদস্য কাজ করবে। তবে আমরা দেখেছি ৩৮ থেকে ৩৯টি সড়কের অবস্থা খুবই খারাপ। যেগুলো দ্রুত মেরামত করা দরকার। আর কিছু জায়গায় যানজট হতে পারে, সেগুলো আমরা দেখব।

এমন সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান বলেন, কাঞ্চন ব্রিজ থেকে ভুলতা পর্যন্ত সড়কের দুই পাশে সার্ভিস লেন আগামী ২৫ মার্চের মধ্যে সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা করছি। এছাড়া সড়কের যে-সব জায়গায় খানাখন্দ বা খারাপ আছে সেগুলো ঈদের আগেই মেরামত কাজ শেষ হয়ে যাবে। ঈদের আগে সড়ক ঠিক হয়ে যাবে। আগামী ২০ তারিখের মধ্যেই এলেঙ্গা-রংপুর ফোর লেন খুলে দেওয়া হবে।

পরে সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আগামী ১৫ রোজার মধ্যে সব রাস্তার সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন।

সভায় এরপর পুলিশের পক্ষ থেকে কথা উঠে এক্সপ্রেসওয়েতে গাড়ির গতি নিয়ে। তখন জানানো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতি ঘণ্টা ৮০ কিলোমিটার। কিন্তু দুর্ঘটনার তেমন কোনো রেকর্ড নেই। তখনই পদ্মা সেতুর কথা আসে। তখন সেতু উপদেষ্টা পদ্মা সেতুতে গাড়ির গতি ৮০ কিলোমিটার করার নিদের্শ দেন সেতু বিভাগকে।

এরপর কথা উঠে ঢাকা থাকা বাস টার্মিনাল ও স্ট্যান্ডে পকেটমার, চুরি, মলম পার্টি নিয়ে। পরে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে সড়ক পরিবহন উপদেষ্টা গাবতলী, মহাখালী, গুলিস্তান, ফুলবাড়িয়া ও সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা সিসিটিভির আওতায় আনার নির্দেশ দেন। এজন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একজন করে প্রতিনিধি, বিআরটিএর এক জন প্রতিনিধি ও ডিএমপির একজন প্রতিনিধি নিয়ে মোট ৪ জনের একটি কমিটি করে দেওয়া হয়। সিসিটিভি সিস্টেম ও সার্চ লাইট বসাতে কি কি ব্যবস্থা নিতে হবে, তা আজকের মধ্যে জানাতে বলা হয়েছে।

পরে আলোচনা হয়ে সড়কে গাছ ফেলে ডাকাতি নিয়ে। সভায় বলা হয়, সবচেয়ে বেশি ডাকাতি হয়— ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-আরিচা, ঢাকা-সিলেট এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। বিশেষ করে প্রবাসীদের গাড়িগুলো বেশি ডাকাতির কবলে পরে। এছাড়া বাসে ভাড়া বেশি রাখা হয় ঈদের আগে। এ বিষয়ে সড়ক উপদেষ্টার নির্দেশ চাওয়া হয়।

এমন সময় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, আমরা একটা অ্যাপ তৈরি করেছি। সেখানে টহল গাড়িগুলো কোথায় আছে, তা দেখা যায়। আমরা এটা মনিটরিং করছি। প্রবাসীদের ২/১টা ঘটনা ঘটেছে। আগামী ২/৩ দিনের মধ্যে বিমানবন্দরে একটি হেল্প ডেস্ক করছি। সেখান থেকে প্রবাসীদের একটি নম্বর দিয়ে দিবো। সেই নম্বরে তারা লাইভ লোকেশন শেয়ার করতে পারবে। এছাড়া যে গাড়িতে সে যাবে, সেই গাড়ি ও চালকের ভিডিও ও মোবাইল নম্বর রেখে দিবো।

বাড়তি ভাড়ার বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলাম বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার বাহিরে বাড়তি ভাড়া নেওয়ার কোন সুযোগ নেই। প্রতিটি টার্মিনালে আমাদের হেল্প ডেস্ক থাকবে। ভাড়ার অভিযোগ থাকলে তাদের কাছে জানাতে হবে। আর আগামী ১৪ মার্চ বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। টিকিটের দাম সরকারি ভাড়ার বেশি হবে না। আমরা নজরদারি রাখবো।

সভায় ২৫-২৮ মার্চ পর্যন্ত পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধের বিষয়ে সুপারিশ করা হয়। একইসঙ্গে ঈদের আগে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ও প্রস্তাব দেওয়া হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, টিকিটের কালোবাজারি, ছিনতাই, ডাকাতি, মলম পার্টিসহ যা কিছু আছে তার বিরুদ্ধে সড়কপথ, রেলপথ ও নৌপথে সরকারি মনিটরিং টিমের সঙ্গে আমরা মালিক-শ্রমিকরা মিলে সিদ্ধান্ত যথাযথভাবে পালন করবো।

এদিকে ঈদের আগে গার্মেন্টসের ছুটির বিষয়ে আলোচনা উঠলে বিজিএমইএ তরফ থেকে জানানো হয়, গার্মেন্টসের কর্মীরা ঈদের আগেই বেতন বোনাস পেয়ে যাবেন ফলে কোনো সমস্যা হবে না। একসঙ্গে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার জন্য মালিকদের বলা হয়েছে। বিকেএমইএ এর পক্ষ থেকে জানানো হয়, গাজীপুর এলাকাতেই ১০-১২ লাখ পোশাক শ্রমিক আছেন। তাদের জন্য বিআরটিসি বাস সার্ভিসের বিশেষ ব্যবস্থা করা গেলে ভালো হয়।

সভায় বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুপম সাহা বলেন, ঈদের সময় বিশেষ ব্যবস্থায় বাস চালানোর বিষয়ে আমাদের প্রস্তুতি আছে। এবার ঢাকা থেকে ছেড়ে যাওয়ার জন্য ৭৭৫টি বাস প্রস্তুত করা হয়েছে। আর ঢাকার বাইরে চলাচল করবে ৪৭০টি বাস। বিআরটিসি’র মোট ১২৪৫টি গাড়ি ঈদ স্পেশাল হিসেব কাজ করবে। আগামী ২০ তারিখ থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

বাংলাদেশ ট্রাক ওনার্স মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, ঈদের ছুটি যতদিনই হোক, ঈদের ৩ দিন আগে ও পরে পণ্যবাহী ট্রাক ও গার্মেন্টসের এক্সপোর্ট গাড়িগুলো বন্ধ করা হয়। গাড়ি বন্ধ করে দিলে শিপমেন্ট হোঁচট খাবে। এখানে বিজিএমইএ ও বিকেএমইএ আছে। তার এটা ব্যাখ্যা করবেন। তারা পারলে আমরা ৬ দিনই ছুটি কাটাতে পারবো।

আন্ত:মন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সভায় আলোচনা করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামসহ সড়ক, রেলওয়ে ও নৌপথের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনরা।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৫,/সকাল ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit