বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাওরা হোসেন। ‘সানাম তেরি কসম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় এই তারকার। পরবর্তীতে বলিউডের আর কোনো সিনেমায় এই অভিনেত্রীকে দেখা যায়নি। তবে বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
সাক্ষাৎকারে তিনি রণবীর কাপুরের নামও উল্লেখ করেন, যার সঙ্গে কাজ করার ইচ্ছা তার বহুদিনের। বিশেষ করে ‘রকস্টার’ সিনেমাটি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। মাওরা বলেন, আমি রকস্টারের মতো একটি সিনেমা করতে চাই রণবীর কাপুরের সঙ্গে। এটি এমন একটি সিনেমা যা আমি বহুবার দেখেছি।
মাওরা হোসেনের সাম্প্রতিক এই মন্তব্য ‘সানাম তেরি কসম’ সিনেমার পুনঃমুক্তির সাফল্যের পর এসেছে। যদিও সিনেমাটি মুক্তির সময় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়, তবে গত কয়েক বছরে এটি একটি বিশাল ভক্তশ্রেণি তৈরি করেছে।
গত মাসে পুনরায় মুক্তি পাওয়া সিনেমাটি নতুন সিনেমাগুলোর তুলনায় বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে। মাওরা হোসেন তার ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে অভিভূত করেছে।’
এছাড়া তিনি তার ক্যারিয়ার ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে খোলাখুলি কথা বলেছেন। যদিও তিনি ওটিটি প্ল্যাটফর্মের জন্য বেশ কিছু প্রস্তাব পেয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন যে সময়ের সঙ্গে সঙ্গে তার চরিত্র বেছে নেওয়ার সিদ্ধান্ত বদলেছে।
অভিনেত্রী বলেন, যখন আপনি অভিনয়ে সিনিয়র হন, তখন আপনি অভিনেতা হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হন এবং সবসময় দর্শকদের জন্য ভালো কিছু দিতে চাইবেন। বর্তমানে তিনি বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তান— যে কোনো দেশের ভালো চিত্রনাট্যের প্রতি বেশি মনোযোগী।
রাজনৈতিক টানাপোড়েনের কারণে বলিউডের অনেক প্রজেক্ট থেকে সরে দাঁড়াতে হলেও মাওরা হোসেন আশা প্রকাশ করেছেন যে, তিনি আবারও মুম্বাইয়ে ফিরে কাজ করতে পারবেন। ‘যদি পরিস্থিতি অনুকূল হয়, আমি অবশ্যই মুম্বাইয়ে ফিরে শুটিং করতে চাই’, যোগ করেন তিনি।
কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:০৮