শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

আশুলিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় বিএনপি নেতা মো: আমিনুর রহমানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন বিএনপি নেতৃবৃন্দ সহ এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার কুরগাঁও নতুনপাড়া সোসাইটি মোড় এলাকায় এ মানববন্ধন করেন তারা। এসময় পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সভায় অংশগ্রহণকারীরা।

প্রতিবাদ সভায় তারা বলেন, কুরগাঁও কারিগরি সোসাইটিতে রাসেল নামের এক ইন্টারনেট ব্যাবসায়ী তিনি দীর্ঘদিন ধরে ব্যাবসা করে আসছেন। এরই ধারাবাহিকতা অনুযায়ী রাসেলর সাথে ও জামানের মধ্যে বিরোধ চলে আসছিলো। কয়েকদিন আগে তাদের মধ্যে এই ব্যবসা নিয়ে কথা-কাটাকাটি হয় এবং উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এসে ধাক্কা-ধাক্কি থামিয়ে দেয়।

এই সুযোগে জামান ও তার লোকজন এলাকায় ঢুকে বাসাবাড়িতে রাসেলের সংযোগকৃত ইন্টারনেটের লাইন বিচ্ছিন্ন করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেয়। ইউনিয়ন বিএনপির নেতা আমিনুর এ ঘটনায় নাকি উস্কানি দিয়েছে বলে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে জামান ও তার লোকজন।

অথচ, আমিনুর এ সম্পর্কে কিছুই জানে না। সে একজন ভালো মানুষ। তার বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit