বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : নির্মানাধীন ব্রিজের কাজ বন্ধ হওয়ায় হাজারো সমস্যায় পথচারী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। এরই মাঝে দিনাজপুর-সেতাবগঞ্জ সড়ক ব্যবহারকারী ছোট বড় যাত্রীবাহী বাস, নাইটকোচ,অটোরিক্সা,ভ্যানসহ মালবাহী ট্রাক,ট্রাক্টার, নছিমন,করিমন, ড্রামট্রাক ইত্যাদি যান বাহন জীবনের ঝুকি নিয়ে নির্মানাধীন ব্রিজের পাশের বেইলি ব্রিজ দিয়ে চলা চল করছে।
কেননা, নতুন ব্রিজ নির্মানকল্পে তার পাশে যে বেইলি ব্রিজটি নির্মান করা হয়েছিল তা আজ ঝুকিপুর্ণ। সড়ক ব্যবহার কারি ড্রাইভার ও একাধীক শিক্ষার্থী অভিভাবকগণ বলেন, বেইলি ব্রিজটি দিয়ে চলাচল করতে ভয় হয়, না জানি কখন কি হয়ে যায়। এরই মধ্যে যাত্রীবাহী অটোরিক্সা, মালবাহী ট্রাক একাধীক র্দূঘটনার শিকার হয়েছে।
জানাযায়, দিনাজপুর বোচাগঞ্জ সড়ক নির্মান কাজের টেন্ডার পান ততকালীন আওয়ামী সরকারের ঘনিষ্টজন মের্সাস মাসুদ হাইটেক। প্রায় দুই বছর অতিবাহিত হলেও দিনাজপুর বোচাগঞ্জ সড়কটির যেখানে সেখানে খুরে রেখে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
সাথে সড়কের উপর দুইটি ব্রিজ নির্মানের কাজ চললেও একটি ব্রিজ নির্মান শেষে আরেকটি ব্রিজ অসমাপ্ত ই রয়ে গেছে। ব্রিজ নির্মানের ব্যবহারিত রডের গায়ে মরিচা ধরে নষ্ট হয়ে যাছে। অনেকে বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি মোতাবেক কাজ সর্ম্পন করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস মাসুদ হাইটেক কাজ ছেড়ে পালিয়েছে।
কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৫,/বিকাল ৫:০৮