বিনোদন ডেস্ক : নাটকের অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এরইমধ্যে ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি শেষ করলেন ‘খুচরা পাপী’ নামে একটি নাটকের শুটিং।
নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন, পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। পরিচালক জানান, আসছে ঈদে বেসরকারি একটি টেলিভিশনে নাটকটি প্রচার হবে।
তানিয়া বৃষ্টি বলেন, ‘ঈদের কাজ শুরু করেছি। এর মধ্যে একাধিক নাটকের কাজ শেষ করেছি। এটিও তার মধ্যে একটি। নাটকের গল্পটি অনেক সুন্দর। ঈদের সময় যেমন মানুষ নাটক বেশি দেখে, আনন্দে সময় কাটাতে চায়, এটি তাদের জন্য সেরকম একটি নাটক, যা থেকে আনন্দ ও বার্তা দুটোই পাবে।’
মোশাররফ করিমের সঙ্গে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘তার সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পেয়েছি। আমার কাছে তিনি অভিনয়ের পাঠশালা। তার সঙ্গে যতই কাজ করি ততই আমি আমার নিজেকে সমৃদ্ধ করি। এবারও আমরা জুটি বেঁধেছি। এ নাটকটি বেশ সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস। কাজটি নিয়ে খুব আশাবাদী আমি।’
কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৫,/রাত ১০:২০