বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে রবিবার “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ উদযাপন করছে উপজেলা নির্বাচন অফিস কর্তৃপক্ষ।
সকাল ১১টায় র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার মোঃ আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা জাতীয় ভোটার দিবসের তাৎপর্য্য তুলে ধরেন। সভা শেষে নির্বাচন অফিষ এর পক্ষ থেকে দিনব্যাপী নতুন ভোটার অন্তর্ভুক্ত ও স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভাইস চেয়ারম্যান মোঃ জহুরুল হক সহ সকল সরকারী কর্মকর্তা এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৫,/রাত ৯:২৩২