এম এ রহিম চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রবিবার (২মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে এ উপলক্ষে র্যালী শুরু হয়। তারা উপজেলা পরিষদ চত্বরের সড়ক প্রদক্ষিণ করেন। পরে নির্বাচন অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশসক প্রকৌশলী তাসমিন জাহান। বক্তৃতা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম রোমেল, চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, সেক্রেটারি সহ-অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহ-সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা শাহাদাত হোসেন, চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতকি সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ, নতুন ভোটাররা অংশগ্রহণ করেন।
কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৫,/রাত ৯:০৮