বিনোদন ডেস্ক : শনিবার (১ মার্চ) পরীমণি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে নাম প্রকাশ না করে এক অভিনেত্রীর উদ্দেশে লেখেন, Announcement বোলে ! তাও ঈদ Campaign Announcement! বাবাগো একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েক’শ এর থেকে ভালো রিলস বানায় রেনডমলি!
এরপর পরী লেখেন,
বড় আপা দুই চারটা দিন যাক আপনিও টের পাবেন কত বড় নিমকহারামের পাল্লায় পড়লেন আপনি। পরগাছা গুলোকে যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই আপনি বেঁচে যাবেন। দোয়া করি, আপনার চোখ- কান যেন আমার মতন দেরিতে না খোলে। মিলিয়ে নিয়েন একদিন আমার কথা।
অভিনেত্রী আরও লেখেন,
এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের (বড় আপার আশপাশের নতুন চামচাগুলো) তামাম জিন্দেগীর অস্তিত্ব নিয়ে লারাবাড়া করে দিলো সেটা আর বলতে! অহংকার আর আত্ম-অহংকারের তফাৎ বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করে একদম নিজের দিকে আগে আঙ্গুল দাও পিও।
এ চিত্রনায়িকা লেখেন, পৃথিবীতে অনেক বদনাম ঘুচে যায় একটা নামি নামের জন্যে, কিন্তু বদনামি কোন লোক নামি মানুষের নামে আসে না। সবশেষে রহস্য রেখে হেয়ালি করে পরীমণি লেখেন, আমি আমার ফোনের ওই হারিয়ে যাওয়া সবুজ ব্যাঙ খুঁজে পেলাম উফ কি শান্তি!
এ কারণে অনেক নেটিজেন মনে করছেন, পরীমণি তার স্ট্যাটাসে অপু বিশ্বাসকে ‘বড় আপা’ ও তার চামচাদের পরগাছা, উকুন বলে সম্বোধন করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, ‘কিবরিয়া বাই রাতুল’ নামের একটি পোশাক লাইনের ঈদ ক্যাম্পেইনকে চায়নিজ ফোনের রিল ভিডিওর চেয়ে খারাপ বলে মন্তব্য করেছেন পরী। এবং অভিনেত্রী অপু বিশ্বাসের আশপাশের পরগাছা, উকুন বলতে ‘কিবরিয়া বাই রাতুল’ পোশাক কোম্পানির স্বত্ত্বাধিকারী কিবরিয়া ও রাতুলকে বুঝিয়েছেন।
কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৫,/রাত ৮:২২