যুক্তরাজ্যের নতুন ঋণ সহায়তা রাশিয়ার জন্য প্রকৃত ন্যায়বিচার: জেলেনস্কি
Reporter Name
Update Time :
রবিবার, ২ মার্চ, ২০২৫
৫৩
Time View
আন্তর্জাতিক ডেস্ক : রোববার (২ মার্চ ) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সঙ্গে বিবাদের পর ডাউনিং স্ট্রিটে জেলেনস্কিকে উষ্ণ অভ্যর্থনা জানান স্টারমার। এ সময় তিনি জেলেনস্কিকে পূর্ণ সমর্থন দেয়ার ঘোষণা দেন।
বৈঠকে ইউক্রেনীয় সামরিক সরবরাহের জন্য ২ দশমিক ২৬ বিলিয়ন পাউন্ড ঋণ স্বাক্ষর করেন দুই নেতা। যা রাশিয়ান হিমায়িত সম্পদ ব্যবহার করে পরিশোধ করা হবে।
অক্টোবরে প্রথম এই ঋণের ঘোষণা দেয়া হয়েছিল। প্রতিরক্ষা সচিব জন হিলি সেই সময় রূপরেখা দিয়েছিলেন যে এই অর্থ ইউক্রেনকে তার সম্মুখ সারির সামরিক সরঞ্জাম শক্তিশালী করতে সাহায্য করবে।
শনিবারের বৈঠকের পর জেলেনস্কি বলেন, তহবিলগুলো ইউক্রেনে অস্ত্র তৈরিতে ব্যবহার করা হবে। এটিই প্রকৃত ন্যায়বিচার যিনি যুদ্ধ শুরু করেছেন তাকেই অর্থ প্রদান করতে হবে। স্টারমার-জেলেনস্কি যে চুক্তিটি সই করেছেন সেই অর্থ যুদ্ধে রুশ বাহিনীকে প্রতিহত করতে সামরিক সহায়তা হিসেবে দেবে যুক্তরাজ্য।
রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ করার পর রাশিয়ার যেসব সম্পদ জব্দ করা হয়, ইউক্রেন সেগুলোর মুনাফা থেকে ওই ঋণ পরিশোধ করবে। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাদপূর্ণ এক বৈঠক শেষে ওয়াশিংটন থেকে লন্ডনে আসেন জেলেনস্কি।