স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বৃহস্পতিবার গভীর রাতে ছিনতাইকারীরা আজাদুল ইসলাম নামে এক মুদি দোকানীর কাছ থেকে ব্যাগে থাকা একলাখ টাকা ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে উপুর্যপরি কুপিয়ে রক্তাক্ত করে ।পরে স্থাণীয়রা তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজাদুল ইসলাম উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের মধুপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। সে স্থানীয় বিএনপির কর্মী। হরিদাসকাটি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নবিরুজ্জামান আজাদ জানান, মধুপুর বাজারে আজাদুল ইসলাম মুদিদোকানের পাশাপাশি ফ্ল্যাক্সিলোড ও বিকাশের ব্যবসা করত।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আজাদুল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পৌছলে ছিনতাইকারীরা তার গতি রোধ করে ধারালো অস্ত্র ঠেকিয়ে তার ব্যাগে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আজাদুল চিৎকার করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তার হাতে এবং গলায় উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে।
এ সময় আশপাশের লোকজন ধেয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও তার অবস্থা আরো অবনতি হলে ভোর রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:০০