আন্তর্জাতিক ডেস্ক : সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধ ভারত ও চীনের মধ্যে। ২০২০ সালের জুনে ভারতের লাদাখের গালওয়ান উপত্যকা ও চীনের আকসাই চীন সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষে দুই দেশের সেনা হতাহত হন। তবে সম্প্রতি রাশিয়ার কাজানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে পর দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে। ওই সময়ই আলোচনা হয় সীমান্তে উত্তেজনা কমানো নিয়ে।
এরপর লাদাখ সীমান্তে উত্তেজনা কমাতে এক হয়ে কাজ শুরু করছে ভারত ও চীন। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, ভারতের সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রস্তুত চীন।
কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০২