মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা জামায়াত ইসলামী বাংলাদেশ ও শার্শা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উদ্যেগে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার জন্য এক বিশাল র্যালী নাভারন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শুক্রুবার আসর নামাজের পর জামায়াত ইসলামী বাংলাদেশ নাভারন দারুল আমান ট্রাষ্ট মসজিদ থেকে র্যালীবের করে। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নাভারন বিডিআর মসজিদ এর সামনে থেকে মিছিল বের করে জামায়াতের র্যালীতে যোগদেয়। শার্শা উপজেলা জামায়াত ইসলামী বাংলাদেশ দলের র্যালীতে নেতৃত্বদেন শার্শা উপজেলা জামায়াতের সভাপতি আধ্যাপক মাওঃ ফারুক হাসান,সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম, মাওঃ মিজানুর রহমান, ও জামায়াত নেতা নূর মোহাম্মদ জিহাদী, মাওঃ আহম্মদ আলী।
অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র র্যালীতে নেতৃত্বদেন, শার্শা উপজেলা ইসলাশী আন্দোলনের সভাপতি মাওঃ কামাল হেসেন, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব বক্তিয়ার রহমান,সেক্রটারী ডাঃ মনিরুজ্জামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ মিকাইল হোসেন ,মাষ্টার নোলাইমান হোসেন প্রমুখ।
র্যালী শেষে নাভারন বাজারে এক পখ সভায় বক্তারা আগামী রমজান মাসে রমজানের পবিত্রতা রক্ষার জন্য খাবার হোটেল,রেস্তোরা, চায়ের দোকান বন্ধ করতে সকলের প্রতি আহবান জানান। বক্তারা রমজানে সকল প্রকার নিত্যপন্যের ও দ্রব্য মুল্যের মুল্য কমানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।
কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫১