মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি’র আয়োজনে ‘মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষা ২০২৫’ এ উত্তীর্ণ ৩৩ জন শিক্ষার্থীকে বৃত্তি ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ২ শিক্ষার্থীকে প্রনোদনামূলক নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ৮ টায় ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সহযোগী সংগঠন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির একটি সাইকেল র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র কোর মেম্বার সোহেল রানার সঞ্চালনায় ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেট এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দীন। প্রধান আলোচক ছিলেন “মুভমেন্ট ফর পাঞ্চুয়ালিটি” এর পরিচালক অধ্যাপক ডা: মেফতাউল ইসলাম মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, সাবেক সহযোগী অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আকতারসহ অনেকে।
কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫৮