আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ার রুস্তমপুরের পার্শবর্তী দেউল এলাকায় একটি কোম্পানীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা।শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার দেউল এলাকায় জমির মালিক ও সাধারণ জনগণের ব্যানারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় দখলকৃত জমি ফেরত পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী জুলহাস উদ্দিন।
ভুক্তভোগী জুলহাজ উদ্দীন অভিযোগ করে বলেন, ২০১২ সালে জমির প্রকৃত মালিকের কাছ থেকে জমিটি ক্রয় করেন তিনি। ২০১২ সালের আগে তিনি প্রবাসে ছিলেন। প্রবাসে কষ্টার্জিত টাকা দিয়েই জমি কেনা হয়। জমিতে সীমানা নির্ধারণ করে নিয়মিতভাবে খাজনা পরিশোধ ও খারিজ আপডেট রয়েছে। তার পাশে অন্য দাগ থেকে ওই কোম্পানি জমি ক্রয় করে। দীর্ঘ ১২ বছর পরে কোম্পানির লোকজন কিছু না জানিয়ে তার জমি ভরাট করে দখলে নিয়ে নেন। কোম্পানি যেই দাগ থেকে জমি কিনেছে ওই দাগের জমিতো নদীতে। সে কেন তার জমি জোরপূর্বক দখল করবে? আমার জমি ফেরত পেতে এই মানববন্ধন করতে বাধ্য হয়েছি। জমি ফিরে পেতে প্রশাসন মহলের সুদৃষ্টি কামনা করেন তিনি। তিনি আরো জানান, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে কিন্তু কোন লাভ হয়নি। ভুক্তভোগীর পরিবারসহ আরও অনেকে এই মানববন্ধনে অংশগ্রহন করেন।
কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫১