এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুস্কার বিতরণ অনুষ্ঠান করাহয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিন ব্যাপী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান করা হয়।
এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কামাল আহমেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নবাগত নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসরীন সুলতানা, পৌর জামায়াতের সেক্রেটারি ডাঃ জিল্লুর রহমান ও প্রেসক্লাব চৌগাছার যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ রহিম।
সহকারী শিক্ষক আব্দুস সালামের পরিচালনায় উপস্থিত ছিলেন দাতা সদস্য আব্দুস সামাদ, অভিভাবক সদস্য শাহ নিয়ামত উল্লাহ, আলমগীর হোসেন, মোছা: মিতা খাতুন ও রায়হান উদ্দীন সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন, স্বেত কবুতর উড়ানো ও মশাল প্রজ্বলন করে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষণা ও পরে বিজয়ীদের হাতে পুস্কার তুলেদেন প্রধান অতিথি উপজেলা নবাগত নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:৩৩