খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অন্তবর্তীকালিন সরকারের সকল উপদেষ্টাকে কম কথা বলে কাজে প্রমান করার আহবান জানিয়েছেন। ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামের সামনে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেছেন।তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন সরকারের কার্যক্রমে তাদের দূর্বলতা প্রকাশ পায়। প্রকাশ পায় তাদের প্রশাসনের দূর্বলতা। এই প্রশাসনকে আরো শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। প্রতিটি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবী দাওয়া গুলো শিক্ষা মন্ত্রণালয়কে মনোযোগ দিয়ে শুনতে হবে।
এসময় নেত্রী আরো বলেন, গত ১৫ বছরে বিভিন্ন প্রতিকুলতার মধ্যে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হয়েছে। আগামী দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থা জাতিকে উপহার দিতে চাই। যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে।অনুষ্ঠান শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্যা, সাধারণ সম্পাদক মাহমুব মোর্শেদ টিপুসহ দলীয় ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ।
একই সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার জেলা শহরের মডেল টাউন থেকে একটি র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এর পূর্বে কেক কেটে, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জেলা বিএনপির অপর একটি অংশ। বেলা সাড়ে ১১টায় জেলা শহরের চৌরঙ্গীর মোড় হতে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দ।
এসময় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি কর্ণেল এসএম ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক মিন্টু সওদাগর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার খান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, মোফাজ্জল ফকির, সাবেক ছাত্রদল নেত্রী শামিমা আক্তা সাথী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বিদ্যুৎ প্রমূখ।
কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/রাত ৯:১০