বিনোদন ডেস্ক : হানিয়া আমির পাকিস্তানের বেশ জনপ্রিয় অভিনেত্রী। সারাবছর আলোচনা সমালোচনায় মেতে থাকেন তিনি। সম্প্রতি গুঞ্জন উঠেছে বলিউডেও কাজ করবেন অভিনেত্রী। ভক্তরা বলছেন, শারীরিক সৌন্দর্য আর চেহারার মুগ্ধতায় সহজে দর্শকমন জয় করতে পারেন হানিয়া। তাই কারণ হতে পারে বলিউড আকর্ষণের।
চিকিৎসকের দাবি, অভিনেত্রী ডিম্পলপ্লাস্টি, নাকের সার্জারি, ঠোঁট ফিলার, চিবুক ফিলার এবং ভ্রু প্লাকসহ একাধিক সার্জারি করিয়েছেন। তবে তিনি জন্মগতভাবে ফরসা বলে তাই সার্জারিগুলো তাকে আরও আকর্ষণীয় করেছে। চর্মরোগ বিশেষজ্ঞ বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আর্টিফিশিয়াল বিষয়গুলো এক হলে তা চেহারাকে আকর্ষণীয় করতে ব্যাপক অবদান রাখে। আর এর গুণেই হানিয়ার ওপর আকর্ষিত হয়েছেন তার ভক্তরা।
চিকিৎসকের এমন মন্তব্যে ক্ষেপেছেন ভক্তরা। সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে হানিয়ার ভক্তরা এর তীব্র নিন্দা জানান। তারা শুধু চিকিৎসক নন, সঙ্গে শো‘টির হোস্ট ফিজা আলীরও সমালোচনা করেছেন। এতে একজন অভিনেত্রীর ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করা অশোভনীয় বলে উল্লেখ করা হয়েছে।
এক নেটিজেন লিখেছেন, সম্মতি ছাড়া কোনো ডাক্তারের রোগীর বিষয়ে এমন আলোচনা করা উচিত নয়। এটি অপেশাদারি।হানিয়ার পক্ষ নিয়ে আরেকজন মন্তব্য করেছেন, অভিনেত্রীর সার্জারি হোক বা না হোক, তিনি সবসময়ই সুন্দর। এটি তার জীবন, তার পছন্দ।
কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৫