আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব দোনেৎস্ক অঞ্চলে দুটি সম্মুখ সমরের বসতির নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার বাহিনী।
মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বাহিনী পোকরোভস্ক এবং ভেলিউকা নোভোসিলকার মধ্যে অবস্থিত জেলেনে পোল গ্রামটি দখল করেছে। যা রাশিয়ার সামরিক বাহিনী গত মাসের শেষের দিকে দখল করেছে বলে জানিয়েছে।
রাশিয়ার প্রতিবেদন অনুসারে, কুরাখোভ শহরের পশ্চিমে অবস্থিত দাচনে গ্রামটিও দখল করা হয়েছে। রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা গত মাসেও দখল করেছে। শহরটি কয়েক সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ের শিকার।
ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ সন্ধ্যায় প্রকাশিত এক প্রতিবেদনে বলেছেন, পোকরোভস্ক সেক্টরে রাশিয়ার আক্রমণের শিকার ১১টি বসতির মধ্যে দুটি গ্রামও রয়েছে। তবে রাশিয়ার নিয়ন্ত্রণে আসার কোনও উল্লেখ করা হয়নি।
রয়টার্স উভয় পক্ষের যুদ্ধক্ষেত্রের প্রতিবেদন স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
ওপেন সোর্স রিপোর্টের ভিত্তিতে ফ্রন্টলাইন অবস্থানগুলি ট্র্যাক করে ইউক্রেনের ডিপস্টেট সামরিক ব্লগ। এটি এই সপ্তাহে বলেছে, রাশিয়ার বাহিনী জেলেনে পোল এবং দাচনের কাছে অগ্রগতি করেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে আগ্রাসনের পর রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হওয়ার প্রাথমিক প্রচেষ্টায় ব্যর্থ হয়। তারপর থেকে তারা পূর্বাঞ্চলীয় অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ক নিয়ে গঠিত ডনবাস দখলে মনোনিবেশ করেছে।
তারা কয়েক মাস ধরে দোনেৎস্ক অঞ্চল জুড়ে অবিরাম অগ্রগতি করে আসছে, দীর্ঘ গ্রাম দখল করছে।
কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার পোকরোভস্কের কাছে অবস্থিত একটি রেজিমেন্টের “সাফল্যের” প্রশংসা করেছেন। অভিযানটি কোথায় সংঘটিত হয়েছিল তা নিশ্চিত করেননি।
অন্তত একজন বিদেশি ব্লগার এই অঞ্চলে ইউক্রেনীয় পাল্টা আক্রমণের কথা উল্লেখ করেছেন।
কিউএনবি/অনিমা/১৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৮