শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধার পর নাভারন বুরুজবাগান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেনমোঃ মুরাদউদ দৌলা। শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রাসেল মাহমুদ’র সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন সাংবাদিক মনিরুল ইসলাম মনি, মোঃ ইয়াকুব হোসেন,মাষ্টার আবু রায়হান, শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ ইকবাল হুসাইন, হাফেজ মাওঃ মোস্তফা, মোঃ আবু আসাদ,মোঃ হৃদয় খান,নাহিদ আক্তার, আরিফুল ইসলাম, আহনাফ সুজন, মেহেদী হাসান প্রমুখ।
আলোচনা সভায় শার্শা উপজেলা ১১টি ইউনিয়নের শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতা ও সমর্থক অংশনেন। আলোচনা সভায় এ মাসের মধ্যেই শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র কমিটি ও নাগরিক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করেন।
কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫৫