এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় চুরি করা তিনটি পানির (সেচ) মোটরসহ সুমন হোসেন (৩০) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনগন। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে সরকারি কলেজের সামনে থেকে তাকে আটক করেন। আটক সুমন হোসেন উপজেলার দিঘলসিংহা গ্রামের মৃত জোহর আলীর ছেলে।
স্থানীরা জানান, একটি বেপরোয়া গতির মোটর সাইকেল চৌগাছা থেকে যশোরের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার কারনে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে। আহত সুমন হোসেনের মোটরসাইকেলটির কোন নাম্বর নেই এবং বস্তার ভেতর সেচ কাজে ব্যবহৃততিনটি পানির মোটর দেখে সন্ধেহ হয়। এ সময় তাকে পুলিশে দেয়। পুলিশ তিনটি মোটরসহ তার ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করেছেন।
দিঘলসিংহা গ্রামের অনেকেই জানান, সুমন হোসেনের বিরুদ্ধে এর আগেও চুরি করার অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে একটি সক্রিয় চোরচক্র তৈরি হয়েছে। সম্প্রতি দিঘলসিংহা,মশ্মমপুর, ঢেকিপুতা, মাশিলা, নাইড়া,গয়ড়া, তিলকপুরসহ এলাকার বিভিন্ন গ্রামের মাঠ থেকে প্রায় ২৫ টি সেচ পাপ্পচুরি হয়েছে। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা হয়েছে।
কিউএনবি/আয়শা/৪ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫০