তোবারক হোসেন খোকন,দুর্গাপুর নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে বিজয়পুর এলাকার সোমেশ^রী নদী থেকে বালু চুরির দায়ে ১ জনকে অর্থদন্ড ও ৬ জন লড়িচালক কে বিভিন্ন মেয়াদে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর এই দন্ড প্রদান করেন। মামলা সুত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা সত্বেও সোমেশ^রী নদী থেকে বালু চুরি করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসময় ৬ জন লড়িচালক মমিন আহমেদ (২০), সোহাগ মিয়া (২২), মো. হাকিম (২২),মো. শরিফুল ইসলাম (২২), মো. এনামুল হক (২৬) ও আলমগীর হোসেন (২৪) কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১ জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে সোমেশ^রী নদী থেকে কোনপ্রকার বালু উত্তোলন করা যাবে না মর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এতে ৬ জন লড়িচালক কে বিভিন্ন মেয়াদে জেল হাজতে প্রেরণ ও ১ জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ইতোমধ্যেও বিভিন্ন সময়ে বালু চুরি রোধে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৫,/রাত ৯:২৯