মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেন, ‘গত জুলাইয়ের এক তারিখ থেকে পাঁচ আগষ্ট পর্যন্ত বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল।
ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছে। গণহত্যার বিচার আমরা চাই। প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করতে হবে। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলাম জয়পুরহাট জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমির ডা: ফজলুর রহমান সাঈদ এর সভাপতিত্বে সম্মেলনে এসময় বিশেষ অতিথির জামায়াতের কেন্দ্রিয় শাখার সহকারী সেক্রেটারী জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান, জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া, বগুড়া ও সিরাজগঞ্জ জেলা আমীর সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:১৮