এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় অপহরণ চক্রের সেই জীবন খানসহ দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। ভারতে পালানোর সময় তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) গভীর রাতে ভারত সীমান্তবর্তী গয়ড়া গ্রামের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বহুল আলোচিত চাঁদাবাজি ও অপহরণচক্রের মূলহুতা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের হাশেম আলীর ছেলে জীবন খান লিপু (২৮) ও পৌরসভার কুঠিপাড়া এলাকার সমশের আলীর ছেলে সোহাগ হোসেন (২৫)। থানা সুত্রে জানা যায়, উপজেলার নিয়ামতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ট্রাক চালক মিন্টু মিয়াকে চাঁদার দাবীতে অপহরণ করে নিয়ে যায়।
পরে মিন্টুর স্ত্রী পুলিশকে জানালে পুলিশ মিন্টুকে উদ্ধার করে। পরে মিন্টু বাদী হয়ে জীবন খান লিপু ও সোহাগ হোসেনসহ ৭ জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় মামলা দায়ের করেন। ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার রাত তিটনার দিকে অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী গয়ড়া গ্রামের মাঠ থেকে মামলার অন্যতম দুই আসামীকে গ্রেফতার করা হয়।
একাধিক সূত্র থেকে জানা গেছে, আওয়ামীলীগের দোষর ও থানার অন্যতম দালাল বলে পরিচিত জীবন খান লিপু। এ চক্রটি মাদক ব্যবসা, চুরি,ডাকাতি, অপহরণ ও নারী দিয়ে ফাঁদে ফেলে অর্থ উপর্জনসহ নানাঅপকর্মের সাথে জড়িত। অনেকে বলছেন লিপু ও সোহাগ রাঘব বোয়ালদের বড়ে হয়ে কাজ করেছে। মূল হোতারা ধরা ছোয়ার বাহিরে রয়েগেছে। তাদেরকে রিমান্ডে নিলে অপরাধ জগতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
এদিকে ২৮ জানুয়ারী পুলিশ এ চক্রের ডেরা রাইসার বিলে একটি কুঁড়ে ঘরে অভিযান চালান। এ সময় পুলিশ পৌর শহরের বাকপাড়া গ্রামের শেখ আব্দুল মান্নান মনুর ছেলে শেখ আব্দুল কাদের (৩০) ও উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গয়ড়া গ্রামের আক্তারুজামানের ছেলে নাঈম হোসেনকে আটক করেন। আসামীদের সাথে পুলিশের ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে লোহার রড, পাইপ, হাতুলি ইত্যাদি উদ্ধার করেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ হোসেন, জীবন খান লিপু ও হিরা রহমানসহ অন্যরা পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে তাদেরকে আটক করতে চৌগাছা থানা পুলিশ চিরনী অভিযান চালায়। পুলিশের শক্ত অবস্থানে এ চক্রের সদস্যরা ভারতে পালিয়ে যাওয়া চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ভারত সীমান্ত এলাকা থেকে জীবন খান লিপু ও সোহাগ হোসেকে আটক করেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আটক দুইজনকে বৃহ¯পতিবার আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে।
কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫