এম এ রহিম, চৌগাছা (যশোর) : দলছুট একদল হনুমান যশোরের চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামে খাবারের খোঁজে দাপিয়ে বেড়াচ্ছে। কখনো দল বেঁধে কিংবা দলছুট হয়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হনুমানগুলোকে। খাদ্যের সন্ধানে আসা হনুমানগুলো মানুষের হাত থেকে খাবারও নিচ্ছে। লোকালয়ে চলে আসা এসব মুখপোড়া হনুমান যশোরের কেশবপুরের বলে মনে করছেন চৌগাছার প্রাণীস¤পাদ অধিদপ্তর।উপজেলা প্রাণীস¤পাদ কর্মকর্তা আনোয়ারুল করিম বলেন, এদেরকে আবার চশমা পরা বা কালো হনুমান বলে। এসকল দলছুট হনুমান খাবারের সন্ধানে এসময় উপজেলার আন্দুলিয়া, মাৎসরাঙ্গা ও সিংহঝুলীসহ বিভিন্ন এলাকায় বিচরণকরে। আবার এক সময় তারা নিজেদের আবাসস্থলে ফেরত যায়। এলাকাবাসী বলছেন সকাল হওয়ার সাথে সাথে হনুমানগুলো খাবারের জন্য বাড়ির ছাদে, গাছে গাছে ছুটোছুটি করে।
মঙ্গলবার (২৯ জানুয়ারী) দুপুরে উপজেলার চাঁদপাড়া গ্রামে মুনছুর আলীর বাড়ীর এলাকায় দেখা গেছে এমন চিত্র। দলছুট ওই হনুমান দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক শিশু কিশোর জনতা। তবে খাবার না দিয়ে কেউ তাকে অযথা বিরক্ত করলে দাঁত সিটকে ভয় দেখায় মানুষকে।উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মেম্বর আবু সালাম বলেন,প্রতি বছর এ সময় হয়তো খাবারের খোঁজে হনুমান এলাকায় চলে আসে। এবছর চারটি হনুমান আমাদের বাড়ির ছাদে রাত যাপন করতে দেখেছি। তবে শিশু কিশোররা ইটের টুকরা দিয়ে আঘাত করায় ওরা স্থির থাকতে পারছে না। কিন্তু পাউরুটি-পাকা কলা ও বিভিন্নখাবার দিতে গেলে ওরা শান্ত ভাবে হাত থেকে নিয়ে খাবার খাচ্ছে।
প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর জানান, গত বছর একই সময় তাঁর বাড়িতে আসা দুটি হনুমান সীমানা প্রাচীরে বসে থাকতে দেখে পাউরুটি এবং কলা খেতে দেন। এলাকার অনেকে ভালবেসে ওদের গাজর, কলা, রুটি,বিস্কুটসহ নানা রকম খাবার দিতে দেখা যায়।উপজেলা প্রাণীস¤পাদ কর্মকর্তা আনোয়ারুল করিম ও প্রাণীবিদরা বলছেন দলছুট হয়ে লোকালয়ে আসা হনুমানকে এলাকাবাসী যেন কোনো ক্ষতি বা বিরক্ত না করেন, সে বিষয়ে সবার সচেতনতা দরকার। কিছুদিন পর আবার তারা এলাকায় ফিরে যাবে বলছেন।
কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৪৩