এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বেড়গোবিন্দপুর সরকারি বাওড় দখল নিয়ে দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চৌগাছা থানা পুলিশ সে খান থেকে পরিত্যাক্ত একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেন। এ ঘটনায় ২৪ জানুয়ারী রাতে চৌগাছা থানা পুলিশের এস আই মেহেদী হাসান মারুফ বাদী হয়ে অস্ত্র আইনে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং ২০ তারিখ ২৪-০১-২০২৫ ইং। এদিকে এলাকাবাসীর প্রশ্ন শুক্রবার ২৪ জানুয়ারি বেড়গোবিন্দপুর সরকারি বাওড় থেকে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ও গুলি কার ছিল ?।
জানা যায়, উপজেলার বেড়গোবিন্দপুর বাওড় দখলকে কেন্দ্র করে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অনন্ত ১০ জন আহত হয়। এ সময় প্রতিপক্ষকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলিও ছুড়া হয়। অদৃশ্য কারণে গুলি বিস্ফরিত হয়নি। গুলি বিস্ফরিত হলে ঝরে যেত কারোর প্রাণ। খবর পেয়ে দ্রুত চৌগাছা থানা পুলিশ সেখানে উপস্থিত হন। এ সময় চৌগাছা থানা পুলিশ সেখান থেকে পরিত্যাক্ত একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেন।
পুলিশ জানান, উদ্ধার হওয়া বিদেশী পিস্তলটির প্রকৃত মালিককে সনাক্ত করতে পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। পিস্তলটির প্রকৃত মালিক আসলে কে ?। পুলিশ প্রশাসন কি পারবেন এ অস্ত্রবাজকে ধরতে ?। এ ধরণের সন্ত্রাসী আটক না হলে আবারো খালি হবে কোন মায়ের কোল অথবা বিধবা হতে পারে হয়তো বা কোন স্ত্রী। এলাকাবাসীর জোর দাবী এ ধরণের অস্ত্রবাসকে আটক করে আইনের আওতায় আনা হোক।
উল্লেখ্য ২০২২ সালে ৬ বছরের জন্য (মৎস্যজীবী সমবায় সমিতির নামে) উপজেলার বেড়গোবিন্দপুর বাওড়টি চৌগাছা আওয়ামীলীগ নেতা ও চৌগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান বাৎসরিক ৭০ লাখ টাকায় লিজ নেন। আবুল কাশেম ৫ আগস্ট পতিত সরকারের পতনের পর চৌগাছা উপজেলার দুইজন প্রভাবশালী নেতার সাথে মৌখিক ২০% লাভ্য অংশ প্রদান করা শর্তে মাছ চাষ করেন। সম্প্রতি আবুল কাশেম পুনরায় যশোর জেলা বিএনপি নেতা কালাম হোসেনের কাছে বাওড়ের ২০% শেয়ার ৬০ লাখ টাকায় বিক্রি করে দেন।
শুক্রবার সকালে বিএনপি নেতা কালাম হোসেনের নেতৃত্বে চৌগাছা বিএনপির ১৫/২০ জনকে সাথে নিয়ে মাছ ধরতে যায়। এতে অন্য পক্ষের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটলে উভয় পক্ষের ১০ জন আহত হয়। বর্তমান এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষ ঘটতে পারে বলে এলাকাবাসী মনে করছেন।
এ অস্ত্র মামলার তদন্ত কারী কর্মকর্তা চৌগাছা থানার এস আই সলিমুল হক বলেন, উদ্ধার হওয়া বিদেশী পিস্তলটির প্রকৃত মালিককে সনাক্ত করতে পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রকৃত দোষীকে আইনের আওতায় আনতে অভিযান চলমান।
কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪২