স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার চলে এসেছে শেষ পর্যায়ে। এই সময়ে এসে একের পর এক ঝামেলায় জড়াচ্ছেন তিনি। প্রথমে পতিত সরকারি দলের সংসদ সদস্য হয়ে জনরোষের মুখে পড়ে দেশে আসা বন্ধ হয়েছে তার। এরপর এখন বোলিংয়েও পেয়েছেন নিষেধাজ্ঞা। যার ফলে তার ক্যারিয়ার শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেল বলে মনে হচ্ছে।
বাংলাদেশের হয়ে সবশেষ খেলেছিলেন গেল বছরের সেপ্টেম্বরে। এরপর থেকে সাকিব জাতীয় দলে ব্রাত্য হয়ে আছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও তাকে বিবেচনা করা হয়নি। এমন পরিস্থিতিতে তার ক্রিকেটের ভবিষ্যৎ ফিকেই মনে হচ্ছে। সেটা সুজনেরও মনে হচ্ছে। তবে সাকিব শিগগিরই দেশে ফিরবেন বলে অভিমত তার। তিনি বলেন, ‘আমি মনে করি না সে আর খেলতে পারবে। তবে সে দেশে ফিরবে কোনো এক দিন, এটা নিশ্চয়ই হবে। তবে আমার মনে হয় না সে আর খেলতে পারবে।’
কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:১২