স্পোর্টস ডেস্ক : বুধবার (২২ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের সপ্তম ম্যাচ খেলতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রিয়ান ক্লাব রেডবুল সালজবুর্গ। বাংলাদেশ সময় রাত ২টায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটা খেলতে নামবে রিয়াল।
সালজবুর্গ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হলেও সাবধানী রিয়াল। এই ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু নিয়ে ভাবার সুযোগ নেই লা লিগার চ্যাম্পিয়নদের। পা হড়কালেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় পড়তে হবে তাদের। এই মৌসুমে রিয়ালের শুরুটা ভালো না হলেও সময়ের সঙ্গে নিজেদের খুঁজে পাচ্ছে তারা। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষেও ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে নিজেদের ফেবারিট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে একেবারেই বিবর্ণ ইউরোপের সেরা ক্লাবটি।
অবস্থা এতোটাই নাজেহাল, শঙ্কা আছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ারও। তবে এখান থেকেও কামব্যাক করতে জানে স্প্যানিশ জায়ান্টরা। টুর্নামেন্টের প্লে-অফের আশা টিকিয়ে রাখতে অস্ট্রিয়ার ক্লাব সালজবুর্গের বিপক্ষে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে হলেও সালজবুর্গের বিপক্ষে সতর্ক অবস্থানে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও নিয়মিত একাদশই মাঠে নামাবেন আনচেলত্তি। ইনজুরি কাটিয়ে আলাবা ফিরলেও রক্ষণভাগের দুর্বলতা ভাবাচ্ছে রিয়াল কোচকে। তবে শুরুর একাদশেই দেখে যেতে পারে এমবাপ্পে, ভিনিসিউস, বেলিংহ্যামকে।
তব এই ম্যাচের আগে গুঞ্জন চাউর হয়েছে ক্লাব ছাড়ছেন কার্লো আনচেলত্তি। তবে, সেসবে নজর না দিয়ে রিয়াল কোচের মনোযোগ এই ম্যাচ ঘিরে। অন্যদিকে নিজের সেরাট উজাড় করে দিতে চান কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমি স্পষ্ট করতে চাই। আমি যেদিন রিয়াল মাদ্রিদ ছাড়বো সেটা কোন ঘোষণা দিয়ে নয়। এই সিদ্ধান্তের পুরোটাই ক্লাব নেবে। আপাতত এই ম্যাচ নিয়েই পরিকল্পনা করছি।’এদিকে রিয়ালের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে বলছেন, ‘রিয়াল মাদ্রিদে খেলা আমার জন্য অনেক বড় সুযোগ। আমি মনে করি খারপ সময় পেছনে ফেলে এসেছি। আমি সেরাটা এখনো দিতে পারিনি। এখন আমার প্রমাণের পালা, আমি কোন মাপের ফুটবলার!’
প্লে অফের আশা নেই বললেই চলে সালজবুর্গের। তবে মাদ্রিদের মাঠে স্প্যানিশ জায়ান্টদের রুখে দিতে চায় ক্লাবটি। অন্যদিকে, হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই জায়ান্ট পিএসজি ও ম্যানচেস্টার সিটি। চলতি চ্যাম্পিয়ন্স লিগে বাজে সময় পার করছে ক্লাব দুটি। সম্ভাবনা রয়েছে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার। প্লে অফের আশা বাচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই দল দুটির সামনে। টুর্নামেন্টে টিকে থাকার অলেখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি।
চ্যাম্পিয়ন্স লিগে বাজে সময় পার করলেও লিগ ওয়ানে দুর্দান্ত সময় পার করছে পিএসজি। মধ্যবর্তী দলবদলেও বেশ কয়েকজন ফুটবলার দলে ভিড়িয়েছে প্যারিসিয়ানরা। এবার চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়াতে চায় ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগেও বাজে সময় পার করছে ম্যানচেস্টার সিটি। একের পর এক ইনজুরির কবলে পড়ছেন ক্লাবটির ফুটবলাররা। তাই পিএসজির বিপক্ষের ম্যাচটা আরো একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে সিটিজেনদের জন্য।
কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৫০