মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আর নেই। তিনি রবিবার রাত সাড়ে ১১টার সময় ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন।মৃত্যুকালে মরহুমের বয়ষ হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রি, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন শার্শার দক্ষিন বুরুজবাগান গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ রুস্তম আলীর ভাই। শার্শা ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মুনছুর আলী জানান, রবিবার রাত সাড়ে ১১ টার সময় তার ভাই বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বুরুজবাগান নিজ বাড়িতে ইন্তিকাল করেন।সোমবার যোহর নামাজের পর দক্ষিন বুরুজবাগান সিনিয়র মাদ্রাসা মাঠে শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার দেওয়ার পর একই মাঠে জানাজা নামাজশেষে গ্রামের পারিবারিক কবর স্থানে মরহুমকে দাফন করা হয়।
শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান।মরহুমের নামাজে জানাজা পরিচালনা করেন নাভারন রেল বাজার বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুস সামাম কাশেমী। মরহুমের নামাজে জানাজায় শার্শার মুক্তিযোদ্ধা, রাজনৈতীক , সামাজিক ও স্থানীয় সুধীবৃন্দ অংশনেন।
কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৩০