মিজানুর রহমান মিন্টু ,জয়পুরহাট : আন্তর্জাতিক আইন না মেনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া ২৮১ নং পিলার এলাকায় ভারত সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে । স্থানীয়রা কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে বিজিবির হস্তক্ষেপে কাজ বন্ধ বিএসএফ। এ ঘটনায় সীমান্ত এলাকায় নানারকম আশংঙ্কায় আছে বলে মনে করছে স্থানীয়রা।
জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ নেওয়াজ জানান, ভারত সীমান্তের কিছু অংশে বিজিবি বাশ ও তারকাটা দিয়ে বেড়া নির্মাণ করছিলো। খবর পেয়ে বিজিবি সদস্যরা বাধা প্রদান করলে বিএসএফ কাজ বন্ধ করে ফিরে যায়। এব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মধ্যে পতাকা বৈঠক হবে বলে তিনি জানান
কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:১০