এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জানুয়রী) সকালে চৌগাছা উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা-২০২৫ উদ্বোধন করেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান,কৃষি অফিসার মুসাব্বির হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর, একাডেমিক সুপারভাইজার নাসরীন সুলতানা, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, চৌগাছা পল্লীবিদ্যুতের ডি জিএম বালী আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা: অহসানুল মিজান রুমি,উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাস্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক মন্ডলী, সাংবাদিকবৃন্দ ও ছাত্র- ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় ১৬টি স্টল রয়েছে। উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এ বছর উপজেলার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাতের আবিষ্কার তারবিহীন গিটার ছিলো আলোচনায়।
কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪৪