এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সামাউল ইসলাম নামে এক কৃষকের হালেরগরুসহ ৩ গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। রবিবার (১৯ জানুয়ারী) ভোরে ঘটনাটি ঘটেছে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। চুরি হওয়া গরু গুলোর মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় কৃষক সামাউল ইসলাম চৌগাছা থানায় আভিযোগ করেছেন। সামাউল ইসলাম রামকৃষ্ণপুর গ্রামের কদম আলীর ছেলে।
কৃষক সামাউল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় ঘনটার রাতে আমি ১.৩০ মিনিট পর্যন্ত জেগে ছিলাম। পরে গরুর খাবার দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। ভোরে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে হালের গরুসহ ৩টি গরু নেই। চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে গরুর গলায় থাকা লোহার সিকেলি ও তালা ভেঙ্গে গরু চুরি করে নিয়ে গেছে।
চোরেরা হালগরুর গলায় থাকা ঘঙ্গরযুক্ত খাড়ি কেটে ফেলে রেখে গেছে। এ সময় তারা আমার দুটি হালের গরু ও একটি দুধের গাভী নিয়ে গেছে। গরুগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি বলেন, হালের গরু দিয়ে পরের জমি চাষ করে কোন মতে আমার সংসার চালাতাম। এখন আমি কি করে সংসার চালাবো ?।
সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি জানান, এ গরু চুরির ঘটনা শোনার পর আমি কৃষক সামাউল ইসলামের বাড়ীতে গিয়ে ছিলাম। কৃষক সামাউলের ব্যাপক ক্ষতি হয়েছে। চৌগাছা থানার অফিসার ইনচার্য কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০০