সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ে আফগানিস্তান, নিহত বেড়ে ৫০০ মাত্র ৩০ দিনের ব্যবধানে সাংবাদিকদের ওপর সহিংসতা বেড়েছে তিন গুণ বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত, ইয়েমেনের পক্ষে ইরানের হুংকার সিডনিতে রুশ কনস্যুলেটের গেটে গাড়ির ধাক্কা, অতঃপর.. বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে: ফখরুল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী আজ মাটিরাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হাসিনাকে ফেরাতে দিল্লিতে খুলেছে সিআরআইয়ের নতুন হেডঅফিস, দায়িত্বে পুতুল চোখের পাতা লাফানো কি অশুভ, নাকি কোনো রোগের লক্ষণ

নির্বাচন প্রলম্বিত হলে গণতন্ত্রের পথচলা হোঁচট খেতে পারে: রিজভী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন প্রকৃত গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। এর অন্যতম বৈশিষ্ট্য অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন। সেদিকে আমাদেরকে যেতে হবে। এ নির্বাচন প্রলম্বিত হলে গণতন্ত্রের পথচলা হোঁচট খেতে পারে। সে কারণে সব গণতন্ত্রকামী শক্তি যারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পরাজিত করেছেন তাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে রাষ্ট্রীয় ও সামাজিক গণতন্ত্রের বিকাশ সাধন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কাজ করা। এর জন্য যতটুকু সংস্কার সম্ভব সেগুলো করা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করা হয়। রিজভী আরও বলেন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ১৪শ বছর আগে। আমাদের পির-মাশায়েকরা এদেশে অনেক আগে থেকে ইসলাম প্রচার করছেন। ইসলামের সাম্যের বাণী, মানবতার বাণী তারা প্রতিষ্ঠা করেছেন বলেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসহ সারা দেশের মানুষ ইসলামের আদর্শে বিশ্বাসী।

নতুন করে আবার ইসলামের বাস্তবায়ন করা, ইসলাম প্রতিষ্ঠার তো কিছু নেই। কিন্তু একেবারে ইসলামের নামে বা ধর্মের নামে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করে যদি রাজনৈতিক ফায়দার চেষ্টা করা হয় তা দেশের মানুষ মানবে না। বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়, ধর্মভীরু, ইসলামপ্রিয় সবই ঠিক আছে। কিন্তু কাওকে কোনোভাবে বাজেভাবে চিত্রিত করে নিজের ফায়দা লুটা এটা ইসলামী মূল্যবোধের পরিপন্থি। তিনি বলেন, চক্রান্তকারীরা কখনোই বসে থাকে না। তারা নানা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করে। এ কারণে তারা দেশের অনেক ক্ষতি সাধন করে আবারও গণতন্ত্রের পথচলাকে স্তব্ধ করতে চায়।

কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ১৯ জানুয়ারি বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরে বাংলা নগরস্থ মাজারে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ সব পর্যায়ের নেতাকর্মী পুস্পস্তবক অর্পণ করবেন। পরে দুপুর ২টায় রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা হবে। আলোচনা সভার পোস্টার প্রকাশ ও জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে দেশের সব জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিটে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিগুলোতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit