স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনে শুরুটা ভালোই হয়েছে মার্কিন টেনিস তারকা ফ্রিটজের। মেলবোর্ন পার্কের মার্গারেট কোর্ট অ্যারেনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চিলির ক্রিস্তিয়ান গারিনকে ৬-২, ৬-১, ৬-০ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে গেছেন তিনি।
তার আগে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে ৬-২, ৬-০, ৬-৩ সেটে হারিয়েছেন স্বদেশি জেনসন ব্রুকসবিকে। প্রথম রাউন্ডের ওই ম্যাচ জেতার পর ৮২ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার পেয়েছিলেন ফ্রিটজ। সে অর্থই লস অ্যাঞ্জেলসের দাবানলে ক্ষতিগ্রস্তদের দান করার ঘোষণা দিয়েছেন তিনি।
তৃতীয় রাউন্ডে ওঠার পর এ মার্কিন তারকা বলেন, ‘প্রথম রাউন্ডের অর্থ পুরস্কার আমি লস অ্যাঞ্জেলেসের ত্রাণ তহবিলে দান করে দিতে যাচ্ছি। (আমার এলাকায়) যা ঘটেছে, তা একেবারেই অবিশ্বাস্য ব্যাপার। আমার একটাই চাওয়া, সবাই যেন নিরাপদে থাকেন।’
এমন ঘোষণার পর মার্গারেট কোর্ট অ্যারেনায় উপস্থিত দর্শকদের কাছ থেকে করতালি পাওয়া ফ্রিটজ আরও বলেন, ‘আমার বাড়ি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এবং লস অ্যাঞ্জেলেসে আমি অনেক দিন থেকেছি। সেখানকার ভুক্তভোগীদের জন্য আমি অন্তত এটুকু করতেই পারি। সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য যা করা সম্ভব, আমি সেটাই করেছি। অন্য কেউ এগিয়ে আসতে চাইলে তাকেও উৎসাহিত করছি। কারণ, বহু মানুষের এই সাহায্যের প্রয়োজন।’
ইতিহাসের ভয়াবহ দাবানলে ৯ দিন ধরে পুড়ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। এই দাবানলের শুরু গত ৭ জানুয়ারি। পরে তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। এরমধ্যে ছোট-বড় প্রায় ১২টি অগ্নিকাণ্ড ঘটে। আগুনে অভিজাত এলাকা হিসেবে পরিচিত প্যাসেফিক প্যালিসেডসের বাসিন্দাদের প্রায় সাড়ে পাঁচ হাজার বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে। এতে প্রাণ গেছে অন্তত ২৫ জনের, নিখোঁজও রয়েছেন বেশ কয়েকজন।
এদিকে স্থানীয় সময় বুধবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া ‘সান্তা অ্যানা’ নামের ঝোড়ো বাতাসে আগুন নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জের মুখে অগ্নিনির্বাপণ কর্মীরা। এরমধ্যেই ‘আগুনে টর্নেডোর’ আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০০