এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে চৌগাছা কামিল মাদ্রাসা হল রুমে কম্বল বিতরণ পূর্ব এক আলোচনা সভা করা হয়।
এতে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক। প্রধান অতিথির বক্তৃতা করেন চৌগাছা-ঝিকরগাছা যশোর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আশরাদুল আলম।
পৌর জামায়াতে সেক্রেটারী ডাঃ জিল্লুর রহমানের পরিছালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, প্রভাষক রেজাউল ইসলাম ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহমান প্রমুখ। অলোচনাসভা শেষে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার গরীব ও দুস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪০