বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বোচাগঞ্জের হাট রামপুর কলেজ রোডের ভাই ভাই ফার্মেসীর ব্যবহারকৃত নোংরা পানি রাস্থায় জমে থাকে হাট রামপুর কলেজের মূল ফটকের সাথে ফার্মেসীতে আসা রোগী ও রোগীর আত্বীয়-স্বজনেরা খাওয়ার পরে প্লেট বাটি পরিষ্কার এবং আশপাশের দোকানদারগণ হাত-পাঁ পরিষ্কার করে, এই ফার্মেসীর পানীর কল থেকে ব্যবহারকৃত পানী পাকারাস্তায় জমে থাকে,এই রাস্তা ব্যবহারকারীরা জানায় অনেক সময় নোংরা পানি ছিটকে পরিষ্কার কাপড় নোংরা হয়ে যায় এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই পরিবেশ কাম্য নয়,দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার বলে পথচারীরা জানান। তবে ফার্মেসীর মালিক মোঃ মোশারফ হোসেন বলেন, রোদ হলে পানি শুকিয়ে যায়, এতে রাস্তার কোন সমস্যা হবে না।
কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/রাত ৮::৫৮