আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক করায় আশুলিয়ায় শুভেচ্ছা মিছিল ও র্যালী করেছেন থানা ছাত্রদলের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় এই মিছিল ও র্যালী করেন তারা।
ঢাকা জেলা ছাত্রদলের সাবেকা যুগ্ম-আহবায়ক ও আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইসমাইল হাবিব এর নেতৃত্বে এই মিছিল ও র্যালীটি বাইপাইল-আবদুল্লাহপুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পরে যথাস্থানে গিয়ে নেতাকর্মীরা সমবেত হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা ফয়সাল দেওয়ান সহ ৫টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা এই মিছিল ও র্যলীতে অংশগ্রহণ করেন।
কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৫৫