আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি নিয়ে বড় অগ্রগতির কথা জানিয়েছে ইসরাইল। বিষয়টি সম্পর্কে অবহিত দেশটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এক রাতের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। হামাসের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পেলে চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে পারে।
একাধিক কর্মকর্তার মতে, এগিয়ে যাওয়ার পথ কিছুটা পরিষ্কার হলেও এখনও কিছু সমস্যা মেটাতে হবে, এবং আগামী কয়েকদিন এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। একটি সূত্র জানায়, মধ্যস্থতাকারীরা দু প্রতিপক্ষের কাছে চুক্তির খসড়া তুলে দিয়েছেন এবং পরবর্তী ২৪ ঘণ্টা গুরুত্বপূর্ণ হবে। মিশরীয় এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনা ভালোভাবে এগোচ্ছে, তবে কিছু আরও দিন সময় লাগবে এবং তারা আশা করছেন ট্রাম্পের ২০ জানুয়ারির শপথের আগে চুক্তি সই হবে।
হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, কিছু বিতর্কিত বিষয় এখনও মীমাংসিত হয়নি, যেমন যুদ্ধ শেষ করার বিষয়, ইসরাইলি সেনার প্রত্যাহার এবং বন্দি মুক্তির বিস্তারিত পরিকল্পনা।
কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৪