এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মানববন্ধন করেছে উপজেলা সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্টের নেতৃবৃন্দ। নিত্য পন্য, কৃষি উপকরণের দাম কমানো, ফসলের লাভজনক দাম নিশ্চিত ও আর্মি রেটে রেশনের দাবিতে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে ১০ দফা দাবি বাস্তবায়ন প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার বরাবরউপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন তারা। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে শহরের প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বাসদের সভাপতি রফিউদ্দীন। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা বাসদের আহবায়ক কমরেড শাহজাহান আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বাসদের সদস্য কমরেড আলাউদ্দিন। উপজেলা বাসদের সদস্য সচিব আব্দুল মালেকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বাসদের সদস্য কমরেড আজহার আলী, শ্রমিক নেতা কমরেড জাহিদুল ইসলাম, কৃষকফ্রন্টের নেতা আব্দুল কবির টুটুল, ছাত্রনেতা ইমরান খান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, কৃষি প্রধান বাংলাদেশে এখনো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৮০ ভাগ মানুষ কৃষির সাথে যুক্ত। জিডিপিতেও কৃষির অবদান প্রায় ১৪ শতাংশ। অথচ স্বাধীনতা পরবর্তী সব সরকারই নিজেদের কৃষি ও কৃষক বান্ধব দাবী করলেও বরাবরই কৃষিখাত অবহেলিত হয়ে আসছে। তারা আরও বলেন, সার, বীজ, সেচ, কিটনাশক, ডিজেলসহ কৃষি উপকরণের ক্রমাগত দাম বৃদ্ধি পেলেও কৃষকরা উৎপাদিত ফসলের লাভজনক দাম পাচ্ছে না। ফলে মাঝারি কৃষক প্রান্তিক কৃষকে, প্রান্তিক কৃষক ভূমিহীনে পরিণত হচ্ছে। ফলে বছরে অন্তত ১১ লাখ কৃষক জমি হারা হচ্ছেন।
কৃষির সাথে সংশ্লিষ্ট কৃষক ক্ষেতমজুর প্রতিনিধি, কৃষি, জলবায়ু বিশেষজ্ঞদের সমন্বয়ে কৃষি কমিশন গঠন, সার, বীজ, কীটনাশক, বিদ্যুৎ, ডিজেল, সেচসহ সকল কৃষি উপকরনের দাম কমানো, বন্ধ সকল পাটকল ও চিনিকল আধুনিকায়ন করে অবিলম্বে চালু, পোল্ট্রি ফিড, গো-খাদ্য, ও ওষুধের দাম কমানো সহ মোট দশটি দাবি বাস্তবায়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা স্মারকলিপি জমার বিষয়টি নিশ্চিত করেছেন।
কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:২৮