স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : উৎসবমুখর পরিবেশে যশোরের মনিরামপুরে শুক্রবার ভোজগাতী, দূর্বাডাঙ্গা ও মনোহরপুর ইউনিয়নে নির্বাচনের মধ্যদিয়ে বিএনপির কমিটি গঠন করা হয়। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে ভোটার(কাউন্সিলর)রা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধীকার প্রয়োগ করেন।
নির্বাচনে ভোজগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুস সাত্তার দফাদার, সাধারন সম্পাদক কামরুজ্জামান বাবু ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ। অন্যদিকে মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েছেন ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু, সাধারন সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী। দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েছে আলতাফ হোসেন, সাধারন সম্পাদক আসাদুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।
তিনটি ইউনিয়নে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন যথাক্রমে ভোজগাতীতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটর সদস্য আবদুস সালাম, মনোহরপুরে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও দূর্বাডাঙ্গায় জেলা বিএনপি নেতা হাজী সেলিম রেজা মুকুল। সকাল ১১ টারদিকে সরেজমিনে ভোজাগাতী ইউনিয়ন পরিষদে ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা(কাউন্সিলর)দীর্ঘলাইনে দাড়িয়ে শৃঙ্খলার মধ্য দিয়ে বুথে গিয়ে গোপন ব্যালটের মাধ্যমে পছন্দের পার্থীকে ভোট দেন। একই চিত্র দেখাযায় অন্য দুইটি ইউনিয়নের ভোট কেন্দ্রে।
ভোজগাতী কেন্দ্রে এ সময় কথা হয় হারুন অর রশিদ নামে এক ভোটারের সাথে। তিনি জানান, দীর্ঘদিন পর গোপন ব্যালটের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, শহীদুল বারী রবু, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাইসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু ভোটের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন জানান, সম্পূর্ন গণতান্ত্রীক পন্থায় ভোট প্রয়োগ করে ভোটাররা(কাউন্সিলর) তাদের নেতা নির্বাচিত করছেন। এতে দল আরো সুসংঘটিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫৩