স্পোর্টস ডেস্ক : রাজশাহীর দেয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই প্রীতম কুমারকে হারায় বরিশাল। তবে ছোট ছোট জুটিতে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে মায়ার্সের সঙ্গে ৪১ রান, এরপর হৃদয়ের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন তামিম। আর শেষে মুশফিকের সঙ্গে ৭৬ রানের অপরাজিত জুটি করে দলকে জয় এনে দেন বরিশালের অধিনায়ক।
৪৮ বলে ১১ চার এবং ৩ ছক্কায় ৮৬ রানে অপরাজিত ছিলেন তামিম। দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক ২৪ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন। রাজশাহীর হয়ে দুইটি উইকেট নেন মোহর শেখ। এর আগে জিসান, এনামুল এবং ইয়াসিরের ব্যাটে ১৬৮ রানের পুঁজি পায় রাজশাহী। যা চলতি বিপিএলে তেমনটা বড় সংগ্রহ নয়। রাজশাহীর হয়ে কেউ ফিফটির দেখা পায়নি। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছিলেন অধিনায়ক এনামুল হক।
এদিকে আফ্রিদি-আশরাফরা দারুণ বোলিং করেছেন। ৪ ওভারে ২০ রান খরচায় ২ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। আরেক পাকিস্তানি বোলার ফাহিম আশরাফ ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। একটি উইকেট পেয়েছেন তানভীর ইসলামও।
কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৪৪