লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : জনস্বার্থে পুলিশি মনবোল বৃদ্ধি কার্য্যক্রমে জোরদার পুলিশি সেবায় নিরলস দায়িত্ব পালনে সফল ও সম্মাননা পুরুষ্কার প্রাপ্ত ময়মনসিংহের ভালুকা মডেল থানার মেধাবী ওসি শামছুল হুদার সফল দায়িত্ব পালনের মধ্যে দিয়ে বহু ঘটনা বহুল ২০২৪ সাল বিদায় ।
থানায় জনস্বার্থে পুলিশি কার্য্যক্রম জোরদার থাকায় সকল শ্রেনী পেশা মানুষ এখন নিরাপদ নিশ্চিন্তে জীবন যাপন করতে ভরসা পাচ্ছেন। নেই কোন প্রকার দাঙ্গা হাঙ্গামা জবর দখল , নেই কোন প্রকার পুলিশি নিষ্ক্রিয়তা। উল্লেখ্য গত ২০২৪ ইং ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন তোপের মুখে আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয় ।
ভাঙে পরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি। স্থবির হয়ে পরে পুলিশি কার্য্যক্রম শুরু হয় ভাংচুর আর জবর দখলবাজী এ অবস্থায় দেশের পরিস্থিতি সার্বিক ভাবে স্বাভাবিক নিয়ন্ত্রণ রাখতে মানুষের কল্যানে দ্রুত অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয় এবং পুলিশ বাহিনীকে কাজে যোগদানের আহবান জানানো হয়। আর এ অবস্থায়ই ৫ আগষ্টের পরে সেপ্টেম্বর মাসে ২০২৪ মেধাবী ওসি মোঃ শামছুল হুদা কে ভালুকা মডেল থানায় ওসি দায়িত্ব প্রদান করা হয়।
ঠিক আছে ওসি শামসুল হুদা জেলা পুলিশের নির্দেশ এর প্রতি শ্রদ্ধা রেখে ভালুকা মডেল থানার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহন করেই থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের সাথে আলোচনা বৈঠক করে পুলিশি মনোবল বৃদ্ধি রেখে জনস্বার্থে ভালুকা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণ রাখা সহ নিরলস পুলিশি সেবায় অগ্রনি ভুমিকা বজায় রাখার প্রতিজ্ঞতা বদ্ধ হয়। এতে বৃদ্ধিপায় পুলিশের মনোবল। শুরু হয় থানায় মামলা গ্রহন জি ডি এন্ট্রি, ওয়ারেন্ট তামিল, জোরদার করা হয় পুলিশি টহল ।
ওসি মোঃশামছুল হুদার নিরলস পুলিশি ভুমিকা পালন করায় থানায় প্রতিষ্ঠা পেয়েছে পুলিশি আইনের ন্যায় বিচার । এখন আর কোন বিচার প্রার্থী ফরিয়াদিকে থানায় কোন প্রকার ঘুষ প্রদান করতে হয়না। নেই কোন প্রকার মিথ্যা মামলা গ্রহন বা অহেতুক পুলিশি হয়রানির শিকার হতে হয়না ওসি শামসুল হুদার মনিটরিং তদারকি এবং সন্তোষ জনক ভুমিকা পালন করায় তিনি ইতি মধ্যেই সম্মাননা পুরুষ্কারও অর্জন করতে সক্ষম হয়েছেন।
আর এ অবস্থায়ই বিদায় নিয়েছে বহু ঘটনা বহুল ২০২৪ স্বাগতম ২০২৫ ওসি মোঃ শামছুল হুদা দায়িত্ব পালনে সাফল্যতা অর্জন করায় ভালুকাবাসী কাছে হয়ে উঠেছেন প্রশংসিত একজন সফল ওসি , শিল্পা অঞ্চল ঘেরা ভালুকা মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক ভাবে পূর্বের চেয়ে অনেকাংশে উন্নতির পথে রয়েছে বলে স্থানীয় সচেতন মহল মন্তব্য করে জানিয়েছেন ।
ভালুকা মডেল থানায় এখন নেই কোন প্রকার রাজনৈতিক প্রভাব বা মিথ্যা মামলা গ্রহন থানা পুলিশ দল এখন প্রভাব মুক্ত অবস্থায় জনস্বার্থে নিরলস পুলিশি টহল ও সেবা দিয়ে যাচ্ছেন বলে খোঁজ খবর নিয়ে জানাগেছে । স্বাগতম ২০২৫ সালেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে সকল মহলের প্রত্যাশা।
কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৩৪