স্পোর্টস ডেস্ক : বিশাল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে ফলোঅনে করানো হয় পাকিস্তানকে। নিশ্চিত ইনিংস ব্যবধানে জয়ের সুযোগ দক্ষিণ আফ্রিকার সামনে। ৪২১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দারুণ জবাব দিতে শুরু করে পাকিস্তানের দুই ওপেনার শান মাসুদ এবং সিনিয়র ব্যাটার বাবর আজম।
তৃতীয় দিন শেষে ৪৯ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ২৩১ রান নিয়ে সাজঘরে ফেরেন দুই অপরাজিত ব্যাটার শান মাসুদ এবং খুররম শাহজাদ। ১০২ রানে অপরাজিত রয়েছেন শান মাসুদ এবং ৮ রানে রয়েছেন খুররম শাহজাদ। এখনো ২০৮ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান।
তার আগে প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয়ে যায় ১৯৪ রানে। আগের দিনের ৩ উইকেটে ৬৪ রান থেকে আজ আবারও ব্যাটিংয়ে নামেন দুই অপরাজিত ব্যাটার বাবর ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে গড়ে তুলেছিলেন দারুণ প্রতিরোধ। দলীয় ১১৮ রানে বাবর আউট হলেই ধস নামে পাকিস্তানের ব্যাটিংয়ে। মাফাকার শিকার হওয়ার আগে ১২৭ বলে ৫৮ করেন তিনি। তারপর রিজওয়ানও ফেরেন ৪৬ রানে। রাবাদা ৩ টি, মাফাকা ও কেশব মহারাজ ২টি করে উইকেট নিয়েছেন।
কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/রাত ১১:৩৩